মালদা

ডেঙ্গু সহ ম্যালেরিয়া প্রতিরোধে গাজোল ব্লকে কচি কাচাদের র‍্যালি

ডেঙ্গু সহ ম্যালেরিয়া প্রতিরোধে জনগণকে সচেতন করতে শুক্রবার এক র‍্যালি হয়ে গেল গাজোল ব্লকের ভিতর বাজার এলাকায়। এদিন গাজোল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পক্ষ থেকে এই র‍্যালির আয়োজন করা হয়। 

         বৈশাখ মাসের প্রথম থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যার কারনে ইতিমধ্যেই দেখা দিয়েছে ডেঙ্গু থেকে ম্যালেরিয়ার মতো মারন রোগের প্রকোপ। যার কারনে জনগণকে সচেতন করতে শুক্রবার এক র‍্যালির আয়োজন করে গাজোল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্ররা। র‍্যালিটি বিদ্যালয় পরিসর থেকে শুরু হয়ে গাজোলের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে পুনরায় বিদ্যালয় পরিসরে এসে শেষ হয়। এদিন বিদ্যালয়ের কচি কাচারা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে জনগণকে আসন্ন ডেঙ্গু সহ ম্যালেরিয়ানিয়ে সচেতন করার পাশাপাশি তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়। এদিনের এই র‍্যালিতে পা মেলান বিদ্যালয়ের প্রাধান শিক্ষিকা মিনতি সরকার সহ আরও অনেকেই।

         এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি সরকার বলেন, ডেঙ্গু সহ ম্যালেরিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। সেই জন্য মানুষ্কে সচেতন করতে তারা এদিন এই উদ্যোগ গ্রহণ করেছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/jgjK5Qkm7_k